বুড়িচংয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল, শওকত মাহমুদের শোক

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম (৬৫) সোমবার রাত ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইমপ্লান্ট হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্নানিল্লাহে রাজেউন। মরহুম সফিকুল ইসলাম উপজেলার ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামের মৃত তাইজ উদ্দিনের পুত্র ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনীন, আত্মিয়-স্বজন সহ অশ্যংখ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বদ আসর বালিখাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সফিকুর রহমানের মৃত্যুর খবর শুনে গতকাল সকাল ১১ টায় মরহুমের নিজ বাড়ীতে পৌছান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। সফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শওকত মাহমুদ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী হুমায়ূন কবির বাবুলসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন