কুমিল্লার বিভিন্ন উপজেলায় উন্নয়ন মেলার উদ্বোধন
চান্দিনাঃ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সামছুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।
দেবিদ্বারঃ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- জনগণকে অবহিত করার লক্ষ্যে “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগান কে সমানে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বারে তিনদিন ব্যাপী উন্নয়ন মেল ২০১৮খ্রীঃ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
গণভবন থেকে সকাল সাড়ে দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করার পর দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলা উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা গেইট থেকে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন নাহার, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) হাজী মোঃ মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, সমবায় কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির আহমেদ ভুইয়া, কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, প্রাণিসম্পাদ কর্মকর্তা এ.এফ.এম রাকিবুল হাসান ভুইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার, সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম, দেবিদ্বার পল্লীবিদ্যুৎ অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মৃনাল কান্তি চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী অর্জিন চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সাদ্দ¥ হোসেন, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল সহ আরো অনেকে।
উক্ত মেলায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকা- জনগণকে অবহিত করন ওসহজে সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের ৩০ স্টল অংশগ্রহন করেন।
মুরাদনগরঃ “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের উন্নয়নের কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল মাধ্যমিক কর্মকর্তা সফিউল আলম তালুকদার, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফিরুজ খান, রুহুল আমিন, আবুল হাশেম, সফিকুল ইসলাম, জাকির হোসেন, কাইয়ূম ভূইয়া, সামাদ মাঝি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান প্রমুখ।
ব্রাহ্মনপাড়াঃ “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামেনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন হয়।
বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীসহ দেশের সকল জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা উদ্বোধন করেন।
এ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা। বিভিন্ন সড়কে র্যালীটি ঘুরে এসে মেলার স্টল পরিদর্শন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ মামুনুর রশিদ, কৃষি অফিসার মোঃ মতিউল আলম, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈদয় আবু মোঃ শাহজাহান কবির, অফিসার ইনচার্জ তদন্ত সামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াস, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহাম্মেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, চান্দলা ইউপ চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান এ কে এম আজাদ ভূইয়া, উপজেলা আ’লীগের সদস্য সচিব মনিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্তকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও থানা পুলিশের স্টল সহ উপজেলার সকারী এবং বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রায় ৪০ টি স্টল রয়েছে। স্টল গুলোতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও জামেলা ছাড়াই ফ্রি সেবা প্রদান করা হচ্ছে সাধারন মানুষের মাঝে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আবেদনের সাথে সাথে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান। মেলায় বক্তারা জানান, এই ধরনের ওয়ান ষ্টপ সার্ভিস গুলো মেলা চলাকালী সময়ে সকল শ্রেণি মানুষ পাবে।
মনোহরগঞ্জঃ “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার, লাকসাম থানার ওসি মনোজ কুমার দে সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উদ্যোক্তাবৃন্দ। অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জিএম মোঃ আবুল কালাম, আরইবি নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল হান্নান, মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ শাখাওয়াত হোসেন, আরইবি সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন খাঁন, চেয়ারম্যান কামাল হোসেন, জিয়াউর রহমান শাহীন জিয়া, আলমগীর হোসেন, আবদুল হান্নান হিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, শিক্ষা অফিসার মইনুল ইসলাম, মৎস্য অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবি দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, মহিলা বিষয়ক কর্মকতা কানিজ ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা পিআইও অফিসের ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, দারিদ্র বিমোচন অফিসার আবু বকর মিয়াজী, সহকারী শিক্ষা অফিসার হানিফ মিয়া, মনির হোসেন, উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি আবদুল করিম, হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ উপজেলার সকল দপ্তরের কর্তকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ। আগামী ৬ তারিখ উন্নয়ন মেলা সমাপ্ত হবে।