ব্রাহ্মণপাড়ায় সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে গতকাল ৩০ অক্টোবর মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পরিষদ চত্বরে ফিরে আসে এবং মেলার স্টল পরিদর্শন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ ইসমাইল হোসেন, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারেয়ার খান, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিদ্দিক নূর আলম, উপজেলা শিক্ষা অফিসার সেলিম মুন্সী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সোহেল রানা, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা হক, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ইউনুছ, এজিএম দীপক কুমার সিংহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহাম্মদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার আবুল বাশার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম হায়দার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ। উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর এর নিজ নিজ উন্নয়ন কর্মসূচির পরিচিতি তুলে ধরে ১১টি স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।
এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এবং মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজয় ফুল, চিত্রাংকন প্রতিযোগিতা, গান, গল্প, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।