সদর দক্ষিণের বামিশায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণের কিং বামিশা গ্রামের একটি বাড়িতে ভয়াভয় অগ্নিকান্ডে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কিং বামিশা পোদ্দার বাড়িতে রবিবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে জাহাঙ্গীর,মফিজ,রফিক,সফিকের বসতঘর,রান্নাঘর,গবাদি পশুর ঘর,ঘরে থানা ২ টি গরু সহ মোট ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন।
খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাস সারওয়ার,উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কিয়ামউদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ,আওয়ামীলীগ নেতা জামাল পোদ্দার সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পারিবারগুলোর মাঝে সদর দক্ষিণ উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান গোলাম সারওয়ার ৯ বান টিন,নগত ২৪ হাজার টাকা,১৩টি কম্বল ও সুকনো খাবার প্রদান করেন।