সেরা করদাতা সম্মাননা পেলেন চান্দিনার ড.প্রাণ গোপাল দত্ত
নিজস্ব প্রতিবেদকঃ সেরা করদাতা ও কর বাহাদুর পরিবারকে সন্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড( এনবিআর)।রাজধানীর সোনারগাঁও হোটেল বলরুমে গত ১২ নভেম্বর সোমবার বিকাল পাঁচটায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সন্মাননা দেয়া হয়।সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০৪ জনকে সর্বোচ্চ করদাতা সন্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হয়।
সেরা করদাতার সন্মাননা পান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের স্বর্গীয় কালাচাঁদ দত্ত পুত্র স্বাধীনতা পদক(২০১২)প্রাপ্ত দেশ বরণ্য চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক,কুমিল্লা উওর জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে সন্মাননাপ্রাপ্ত করদাতাদের ক্রেষ্ট প্রদান করেন অর্থ মন্ত্রী এএমএ মুহিত,বিশেষ অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান(এম.পি),এফবিসিসিআই সভাপতি জনাব মোঃশফিউল ইসলাম (মহিউদ্দি) ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিসি সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান জনাব মোঃমোশারফ হোসেন ভূঁইয়া।