কুমিল্লা- ৫ আসনে স্বামী-স্ত্রীসহ আ.লীগ বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়ন ক্রয়

মো. জাকির হোসেনঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বামী-স্ত্রীসহ আওয়ামীলীগ ও বিএনপির ১৮ প্রার্থী মনোয়ান ক্রয়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে আ’লীগ থেকে ৮ ও বিএনপি থেকে স্বামী-স্ত্রী সহ ১০জন মনোনয়ন ক্রয় করেছেন বলে দলীয় সূত্র থেকে জানা যায়।

বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার মনোয়ন প্রত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এড. আব্দুল মতিন খসরু। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন স্বপন, কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ও সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খাঁন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যকর কমিটির সদস্য ও কুমিল্লা শহর শাখা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আবদুছ সালাম বেগ, যুবলীগের কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি অধ্যাক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য রিহ্যাব এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.এস.এম জাহাঙ্গীর আলম।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র মনোনয়ন সংগ্রহন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইউনুস, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজু, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সহ-সভাপতি এএসএম আলাউদ্দিন ভূইঁয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মিজানুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাঃ নজরুল ইসলাম শাহিন, অষ্ট্রেলিয়া শাখা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আনিস, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সহধর্মিনী খাদিজা রহমান দোলা, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন। তারা প্রত্যেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ থেকে বিএনপির মনোনয়ন পাবার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন। এছাড়া জাতীয় পার্টি থেকে মোঃ তাজুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেছেন। দলীয় সূত্রে আরো জানা যায় মনোনয়ন ক্রয়ের সংখ্যা আরো বাড়তে পারে।

আরো পড়ুন