মুরাদনগরে ভোক্তা অধিকার সংরক্ষনে জনসচেতনতা মূলক সেমিনার
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুবের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনা সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: ইকবাল মনসুর, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ব্যাবস্থাপক হাবীবুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও: আব্দুল কাদের, খালেদ মাহমুদ, স্যানেটারী কর্মকর্তা খালেদ মাহমুদ, উপজেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল কালাম, মুরাদনগর বাজার ব্যাবসায়ী হানিফ সরকার, আবুল কাষেম, বাবুল মিয়া, সুবেদ আলী প্রমুখ।