কুমিল্লায় দেড় মাসেও যুবকের খোঁজ মেলেনি
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট গ্রামের সুভাষ চন্দ্র দাস নামে এক যুবকের দেড় মাসেও খোঁজ পাওয়া যায়নি। প্রবাসী এ যুবক গত ২২ অক্টোবর নিখোঁজ হন। তিনি ওই গ্রামের প্রভাত চন্দ্র দাসের ছেলে এবং এক ছেলের বাবা। সুভাষের নিখোঁজের ঘটনায় তার বাবা-মা, স্ত্রীসহ পরিবারের লোকজন ও স্বজনদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
জিডি সূত্রে জানা যায়, সুভাষ চন্দ্র দাস (৩৫) গত ১৭ অক্টোবর মালয়েশিয়া থেকে বাড়ি আসেন। এরপর তিনি তার মালয়েশিয়া প্রবাসী এক বন্ধুর দেওয়া মালামাল ওই বন্ধুর বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গত ২২ অক্টোবর নিজ বাড়ি থেকে বের হন। তারপর আর ফেরেননি।
প্রভাত চন্দ্র দাস বলেন, ‘ছেলে বাড়ি না আসায় আমার মোবাইল ফোন (০১৭৩২-৪০০৯৩২) হতে তার মোবাইল ফোনে (০১৩১৬-৩৬৭০৯৮) অনেকবার কল করেছি। রিং হলেও ফোন রিসিভ করেনি কেউ। এক পর্যায়ে গত ১ নভেম্বর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাচ্ছি না। তার গায়ের রঙ কালো, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট, শরীরের গঠন মাঝারি।’
এ ব্যাপারে তিনি গত ৩ নভেম্বর দেবিদ্বার থানায় জিডি (নং-৯১) করেছেন।
সূত্রঃ ইত্তেফাক