কুমিল্লা গোমতী নদীর পাড় ঘেঁষে দৃষ্টিনন্দন বাইপাস সড়ক (ভিডিও)
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা গোমতী নদীর পাড় ঘেঁষে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন বাইপাস সড়ক। সবুজের বুক ছিড়ে ছুটে চলা আকাঁবাঁকা এ সড়কটি শুধু যাতায়তেই গতি আনেনি দিচ্ছে ভ্রমণ পিপাসুদের বাড়তি আনন্দ। সড়কটি নির্মাণ হওয়ায় স্থল বন্দরে পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি কুমিল্লা নগরীতে কমেছে যানজট।
কুমিল্লা নগরীর যানজট নিরসন ও স্থল বন্দরের সাথে যোগাযোগ সহজ করতে গোমতী নদীর পাড় দিয়ে নির্মিত হয়েছে বাইপাস সড়ক। ১৩ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন এ সড়কটি নির্মাণে খরচ হয়েছে ২৩ কোটি টাকা।
নদীর পাড় ঘেঁষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী হতে শুরু হওয়া এ সড়কটি গিয়ে মিশেছে স্থলবন্দর সংলগ্ন জগন্নাথপুরে। দৃষ্টিনন্দন এ সড়কটির সৌন্দর্য নজড় কেড়েছে যাত্রী ও ভ্রমণ পিপাসুদের।
সড়কটির সৌন্দর্য ধরে রাখতে ভারি যানবাহন চলাচলে কড়াকড়ি আর ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকে।
নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য আরো কিছু কাজ করার কথা জানান কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।
এ সড়কটির সৌন্দর্য রক্ষায় সিটি করপোরেশন সজাগ দৃষ্টি থাকবে বলেও জানান মেয়র।
সূত্রঃ বৈশাখী টিভি