কুমিল্লায় ভারতীয় ভিসা সেন্টার জানুয়ারিতে চালু হবে
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ভারতীয় ভিসা গ্রহন কেন্দ্র স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ ভিসা কেন্দ্রের উদ্বোধন করা হবে। যদি ভারতীয় হাই কমিশন চাচ্ছিল ৩১ ডিসেম্বর এটি উদ্বোধন করতে কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সেটি সম্ভব হচ্ছে না।
জানা গেছে, কুমিল্লা টাউন হলের আশে পাশেই স্থাপন করা হচ্ছে এ ভিসা কেন্দ্র। তবে এখনই স্থানটির ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।
জানা গেছে, ভারতীয় ভিসা রিসিভি সেন্টার কুমিল্লায় স্থাপনের জন্য ভাড়ায় কার্যালয় নিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। সেই সাথে ‘ভিসা এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা হয়েছিল। কার্যালয় ভাড়া দেয়ার জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা ২৭ আগস্ট শেষ হয়। আর ‘ভিসা এক্সিকিউটিভ’ পদে আবেদনের সময়সীমা দেয়া ছিল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ভারতীয় ভিসা রিসিভিং সেন্টারের জন্য কুমিল্লায় ১ থেকে দেড় হাজার বর্গফুটের স্থান খুঁজছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। সূত্র জানায় শহরের প্রাণকেন্দ্রই পাওয়া গেছে স্থান। কুমিল্লা টাউন হলের আশেপাশে ভারতীয় সেন্টারটি হবে বলে সূত্রটি জানালেও সুনিদ্দিষ্ট করে তারা এখনও জানায় নি।