কুমিল্লার নৌকার মাঝি যারা ….

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং সাতটিতে জাপার (এরশাদ) প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। জেলার কোন আসনেই আওয়ামী লীগ ও বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। বিএনপি ১১টি আসনের মধ্যে আটটিতে একক দলীয় প্রার্থী দিয়েছে। তিনটি আসন (কুমিল্লা-৭-চান্দিনা) ২০ দলীয় জোটের এলডিপি প্রার্থী, (কুমিল্লা-৪-দেবিদ্বার) ঐক্যফ্রন্টের জেএসডি প্রার্থী ও (কুমিল্লা-১১-চৌদ্দগ্রাম) ২০ দলীয় জোটের জামায়াতকে ধানে শীষ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। জেলার ১১টি আসনে রবিবার প্রত্যাহার শেষে মোট ৮৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। মোট ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

কুমিল্লা-১ সুবিদ আলী ভূইয়া, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আবদুল মতিন খসরু, কুমিল্লা-৬ আ.ক.ম বাহা উদ্দিন, কুমিল্লা-৭ অধ্যাপক আলী আশ্রাফ, কুমিল্লা-৮ নাসিমুল আলম চৗধুরী নজরুল, কুমিল্লা-৯ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আ.হ.ম মুস্তফা কামাল ও কুমিল্লা-১১ মো: মুজিবুল হক মুজিব।

আরো পড়ুন