লাকসাম মুক্ত দিবস পালিত

লাকসাম প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও কুমিল্লার বৃহত্তর লাকসামবাসী বিজয়ের স্বাদ পেয়েছিলেন ৫ দিন আগে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন শত্রুমুক্ত হয় বৃহত্তর লাকসাম। গতকাল মঙ্গলবার ছিল লাকসাম মুক্ত দিবস। বরাবরের মতো গতকালও সে দিনটি স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা স্বাধীনতা মঞ্চসহ বৃহত্তর লাকসামের বিভিন্ন সংগঠন র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে উঠে আসে সে দিনের ইতিহাস।

ওইদিন মুক্তিযোদ্ধা স্বাধীনতা মঞ্চের ব্যানারে মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননীর সভাপতিত্বে ও যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মনোহর আরী তোতার পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিজয় র‌্যালি। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাঈল হোসেন, মেজর (অবঃ) হাবিবুর রহমান, কাউন্সিলর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, নুরুল আনোয়ার, সফিকুর রহমান, সিরাজ মিয়া, আইউব আলী, শহিদ উল্লাহ্, আবুল খায়ের, ইউনুছ মিঞা, যুবনেতা মাহবুব মোর্শেদ ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক জাহিদ হাসান রিপন, সদস্য রেজওয়ান আহমেদ তানিম, মোজাম্মেল হক আলম, একরামুল হক মুন্না, বাঁধন, শাহাদাত হোসেন সুজন প্রমুখ।

আরো পড়ুন