শতভাগ কাজ করেছি শতভাগ ভোট চাই – এমপি বাহার
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা – ৬ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন,কুমিল্লা সদরে এমন কোন মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে অনুদান দেইনি,উন্নয়ন করেনি। সকল রাস্তাঘাটের উন্নয়ন করেছি। গোমতির উপর তিনটি ব্রীজনির্মান করেছি । আরো গোলাবাড়ি ও চানপুরে দুটি ব্রীজ করার উদ্যেগ নিয়েছি। ব্রীজ নির্মাণের ফলে পাঁচথুবী ও আমড়াতলীর মানুষ এখন শহরের সুবিধা পাচ্ছে। আপনাদের সকল উন্নয়ন নিজ দায়িত্ব থেকে করে দিয়েছি। আপনাদের সকল দাবি পূরণ করেছি। আসন্ন নির্বাচনী আপনারা নিজ দায়িত্ব থেকে আমার জন্য কাজ করার দাবি জানাচ্ছি। আপনাদের শতভাগ কাজ করে দিয়েছি, এখন শতভাগ ভোট চাই।
বুধবার সকাল-রাতে নগরীর ইষ্টার্ণ প্লাজা, স্টেডিয়াম মার্কেট, কাটাবিল রফিক উদ্দিন হাই স্কুল মাঠ ও পাথুরিয়া পাড়া এলকায় পৃথক ৪ টি স্থানে উঠান বৈঠক ও বিকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর স্কুল মাঠে ও সন্ধ্যায় জগন্নাথপুর ইউনিয়নের ভুট্টুয়া শ্রীপুর মাদ্রাসা মাঠ আয়োজিত নৌকা মার্কার সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি প্রচারনায় ব্যস্ত সময় কাটান। সকাল ১১ টায় তিনি নগরীর ৩ নং ওয়ার্ডের ইষ্টার্ণ প্লাজা দোকান-মালিক সমিতির সাথে আসন্ন নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। বিকাল ৩ টায় তিনি স্টেডিয়াম মার্কেটের দোকান-মালিক ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে নির্বাচনী বৈঠক করেন।
বিকাল সাড়ে ৪ টায় আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর স্কুল মাঠে আয়োজিত নৌকা মার্কার সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী বাহার এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হিরন এর সভাপতিত্বে ওই জনসভায় বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছান রাফি রাজু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূইয়া। এসময় উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৬ টায় হাজী বাহার এমপি জগন্নাথপুর ইউনিয়নের ভুট্টুয়া শ্রীপুর মাদ্রাসা মাঠ আয়োজিত নৌকা মার্কার সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মজুমদার সাদেকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব:) মো.আবু তাহের ,উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাংগীর আলম প্রমুখ।
রাত ৭ টায় হাজী বাহার এমপি নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল রফিক উদ্দিন হাই স্কুল মাঠ ও রাত ৮ টায় নগরীর ১৭ নং ওয়ার্ডেও পাথুরিয়া পাড়া এলকায় পৃথক উঠান বৈঠক বক্তব্য রাখেন। সব কটি উঠান বৈঠকে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেন।