দেবীদ্বারের বরকামতায় সর্ব্ব ধর্ম্ম মিশন এর শততম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ সর্ব্ব ধর্ম্ম মিশন এর শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রথম দিনে প্রভাতে আরতি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সর্ব্ব ধর্ম্ম বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা, ভোগানুষ্ঠান, সর্ব্ব ধর্ম্ম বিষয়ক জ্ঞান প্রতিযোগীতা, আরতি, শ্রীশ্রীমৎ আনন্দ স্বামী রচিত সর্ব্ব ধর্ম্ম সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার শেষ দিনে প্রভাতে আরতি, নামজপ, প্রকৃত তত্ত্ব গ্রন্থ পাঠ ও আলোচনা, সর্ব্ব ধর্ম্মগীত, বার্ষিক সাধারণ সভা, প্রতিযোগীতার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী, ভোগানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি রাতে ধর্ম্মলোচনা, নামজত ও জয়ধ্বনি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সর্ব্ব ধর্ম্ম মিশন এর সেক্রেটারী এডভোকেট শ্রী অনন্ত প্রসাদ দাশ অনুষ্ঠানের সার্বিক দ্বায় দায়িত্ব পালন করেন। সর্ব শেষ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।