নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মো: ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে শুক্রবার বাদ আছরের নামাজের পর নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সদস্যরা।
উপজেলার ঢালুয়া ইউপির চান্দলা গ্রামের মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাছান রনি, নাঙ্গলকোট থানার এস আই সফিকুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। এর আগে জানাজা নামাজে অংশগ্রহন করেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইছাক মিয়া, মরহুমের ছোট ভাই উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবুল হাসেম ও মিজানুর রহমান প্রমূখ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দিল হাকিম (৮০) গত বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকাল তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।