বুড়িচংয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন
মো.জাকির হোসেনঃ শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর জোহরা খাতুন আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো:মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সুলতান আহাম্মেদের সভাপতিত্বে পরিচালনা করেন সহকারী শিক্ষক মো: মাসিকুল আলম ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বারের সাবেক সাধারন সম্পাদক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. মাহাবুবুর রহমান,কুমিল্লাস্থ মীম হসপিটালের ব্যবস্পনা পরিচালক খায়রুন্নেছা মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী মালদ্বীপ প্রবাসী মো: সোহাগ মিয়া, ইঞ্জিনিয়ার আবু জাফর মো: ইকবাল,অ্যাড. শরীফ হোসেন, অ্যাড. সফিউল্লাহ,মো: আব্দুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাড. মো: জাকির হোসেন মামুন।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা অ্যাড. রেজাউল করিম, মো: সামসুল হক মেম্বার,নারী নেত্রী শিরিন আক্তার,মো: আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মিঠু, আবু নাছের মো: আজফার মানিক,মো: কামাল হোসেন মেম্বার, জসিম উদ্দিন মেম্বার প্রমুখ।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি অ্যাড. মাহাবুবুর রহমান কৃতি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
ক্যাপশন: শনিবার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুর জোহরা খাতুন আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি অ্যাড. মাহাবুবুর রহমান কৃতি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।