কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার শহীদুল ইসলামের পিতার ইন্তেকাল

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার (মাধ্যমিক) মোহাম্মদ শহীদুল ইসলামের পিতা আলহাজ্ব ডা: আবুল হোসেন (৬৫) রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তোকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। লালমাই উপজেলার উত্তর নিশ্চিন্তপুরস্থ নিজ বাড়ীতে সোমবার বিকাল ৩টায় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। এছাড়া শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম জিয়াউল আলম, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: রুহুল আমিন ভুঁইয়া, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামাল নাছের, অর্থনীতিবিদ মোস্তফা জামান এফসিএ, হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুল মুমিন মজুমদার, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, এনাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মোতাহের হোসেন জুয়েল, মৌলভী বাজার জেলার পুলিশ সুপার মো: শাহজালাল, পুলিশ সুপার (এসবি) মো: হায়াতুন্নবী, যুগ্ম জেলা জজ দিদারুল ইসলাম, ঢাকাস্থ লালমাই সমিতির সদস্য সচিব বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান একরামুল হক, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াছ হোসেন সবুজ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আয়াতুল্লাহ। প্রবীন এই চিকিৎসকের মৃত্যুতে বাগমারা বাজারসহ অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য মরহুম ডা: আবুল হোসেন দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে লালমাই উপজেলার বাগমারা বাজারে হক মেডিকেল হলে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। মৃত্যু পর্যন্ত তিনি একই উপজেলার রায়পুর দাখিল মাদ্রাসায়ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন