নাঙ্গলকোটে দুর্ঘটনা রোধে গাড়ীর হেড লাইটে কালো কালির লেপন

মো: ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্কাউটের আয়োজনে গতকাল বুধবার গাড়ীর হেড লাইটের আলো উপরে উঠে দুর্ঘটনা রোধে হেড লাইটের উপরের অংশে কালো কালি লেপন দেয়ার কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা স্টাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার ও ঝিকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু হানিফ, দায়েমছাতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার কলিম উল্যাহ, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, স্কাউট কাব লিডার মো. ইউসুফ, স্কাউট লিডার মো. ইয়াছিন সহ স্কাউট সদস্যবৃন্দ। স্কাউট সদস্যরা অন্তত ৫শতাধিক গাড়ীর হেড লাইটে কালো কালির লেপন দিয়ে দেন। উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার কলিম উল্যাহ বলেন, গাড়ীর হেড লাইটের আলো অপর গাড়ীর উপর পড়লে দেখতে সমস্য দেখা দেয় এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। তাই এধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য স্কাউটের উদ্যোগে গাড়ীর হেড লাইটে কালো কালি দিয়ে লেপন দেয়ার কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

আরো পড়ুন