ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় থানায় মামলা
আশিকুর রহমানঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামে এনামুল হক নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। এব্যাপারে মৃত হান্নান সরকার এর ছেলে আহত এনামুল হক সরকার বাদী হয়ে গত ২৬ জানুয়ারী ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করে।
মামলার এজহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারী বিকেলে আহত এনামুল হক সরকার এর দোকানে ঢুকে একই গ্রামের রাসেল সরকার এর ছেলে এরশাদ সরকার ও তাহার ভাই ইফতি সরকার, মৃত রব্বান সরকারের ছেলে রাসেল সরকার ও রশীদ সরকার এর ছেলে রাকিব সরকার পূর্ব শত্রুতার জের ধরে দা ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে এনামুল হক সরকারকে গুরুতর আহত করে। পরে দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় আহত এনামুল হক সরকারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে।