কুমিল্লা আমতলীতে শর্টসার্কিটের আগুণে পুড়ে গেল বসতঘর
মারুফ আহমেদঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় শুক্রবার বিকেলে বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে আগুণ লেগে দুলাল মিয়া নামের এক ব্যবসায়ীর বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় নগদ অর্থ,স্বর্নালংকার,বৈদ্যূতিক সামগ্রী ,আসবাবপত্রসহ কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আমতলী এলাকায় দুলাল মিয়ার বাড়িতে গতকাল শুক্রবার বিকেল ৩ টায় বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুণেন সুত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসময় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে বাড়িতে থাকা নগদ সাড়ে ৬ লাখ টাকা,৫ ভরি স্বর্নালংকার, ৩ টি ল্যাপটপ.ফ্রিজ,টেলিভিশন, আলমারি , শোকেস, ওয়ারড্রোব,সোফা,খাটসহ সন্তান ও গৃহকর্তা দুলাল মিয়ার সার্টিফিকেট,ট্রেড লাইসেন্স এবং অন্যান্য মূল্যবান কাগজপত্র। উল্লেখ্য গৃহকর্তা দুলাল মিয়া আমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিউ ইন্টারন্যাশনাল থাই এ্যালমুনিয়াম গ্লাস সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।