কুমিল্লায় সড়ক দূঘটনায় ১ নারী নিহত, আহত-২ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিণধরা এলাকায় লেগুনা- যাত্রীবাহীবাস সুগন্ধা (কোম্পানীগঞ্জ গামী) পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনা যাত্রী ১ (হিন্দু) নারী নিহত হন। আশংকাজনক অবস্থায় অরো ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
মায়ের মৃত্যু হলেও অলৌকিক ভাবে অক্ষত থেকে বেচে যায় কোলে থাকা ছোট্ট শিশুটি। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৫জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ময়নামতি হাইওয়ে পুলিশ গাড়ি দুটোকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।