কুমিল্লায় ডিবি পুলিশের অভিযান দেশীয় তৈরী পাইপগানসহ আটক-১
মো.জাকির হোসেনঃ কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার ভোরে অভিযান চালিয়ে সোহাগ খান (৩০) নামের এক যুবককে আটক করে। এসময় উদ্ধার করা হয় দেশীয় তৈরী একটি পাইপগান ও একটি ধারালো রামদা।
ডিবি পুলিশ সুত্র জানায়,কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইন্সপেক্টর ফিরোজ আলমের নেতৃত্বে এসআই মোক্তল হোসেন,শাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় ফোর্স সোমবার রাতে নিয়মিত অভিযানের একপর্যায়ে ভোর আনুমানিক সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ছোটরা মধ্যপাড়া জামেমসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সোহাগ খান নামের এক যুবককে আটক ও তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরী পাইপগান ও ধারালো একটি রামদা । সে কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকার পুরাতন পাসপোর্ট অফিসের পাশে রহমান মঞ্জিলের ভাড়াটে দুলাল মিয়ার পুত্র।