ফেব্রুয়ারি মাসে শতাধিক কুমিল্লার সংবাদ প্রচার করায় মাই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান
ডেস্ক রিপোর্টঃ মাই টিভিতে কুমিল্লার সংবাদ গুরুত্ব দিয়ে ফেব্রুয়ারি মাসে শতাধিক সংবাদ প্রচার করায় মাই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান করেছে মাইটিভি কুমিল্লা পরিবার।
শুক্রবার রাতে কুমিল্লার একটি রেষ্টুডেন্টে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
মাইটিভি কুমিল্লা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, আওয়ামীলীগ নেতা আহাম্মদ নিয়াজ পাভেল প্রমূখ।
অনুষ্ঠানে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও কুমিল্লা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কুমিল্লায় কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ। মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পক্ষে ক্রেস্ট গ্রহন করেন মোঃ সাইফ উদ্দিন রনী ও চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।