কুমিল্লা কালির বাজার হাই স্কুলের প্রধান শিক্ষককের উপর হামলা
মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণের কালির বাজার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন সিনিয়র শিক্ষকের উপর ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম কর্তৃক হামলার চালানোর অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল এগারোটায় দশম শ্রেণির এক বহিষ্কৃত ছাত্রের ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শিক্ষকদের উপর এ হামলা চালানো হয়েছে। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও দুবাই করিমের বিচারের দাবিতে রবিবার বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করেছে।
সুত্রে জানা যায়,জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কালির বাজার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম ওরফে দুবাই করিম উলুরচর গ্রামের ইবনে তাইমিয়া স্কুল থেকে বহিষ্কৃত দশম শ্রেণির এক ছাত্রকে ভর্তি করার জন্য স্কুলের প্রধান শিক্ষক রোশন আলম চৌধুরীকে চাপ প্রয়োগ করেন। প্রধান শিক্ষক ওই ছাত্রকে ভর্তি না করায় ম্যানেজিং কমিটি সদস্য আব্দুল করিম ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক রোশন আলম চৌধুরী,সিনিয়র শিক্ষক আবুল বাশার সহ কয়েকজন শিক্ষকের উপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় শিক্ষকদের গালিগালাজ করে। শিক্ষকদের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাৎক্ষনিক ক্লাস বর্জন করে। স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকরা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের পর সদর দক্ষিণ মডেল থানায় আব্দুল করিম ওরফে দুবাই করিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজালাল জানান, কালির বাজার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ নিয়ে আসলে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়’র কাছে শিক্ষকদেরকে নিয়ে আসি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধান করেন।