কুমিল্লা নগরীর তন্দুরী রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা
ডেস্ক রিপোর্টঃ অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে কুমিল্লা নগরীর সিটি পার্ক গেইট সংলগ্ন তন্দুরী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় ভ্রাম্যমান আদালতের (কুমিল্লা জেলা প্রশাসন) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারা মোতাবেক তন্দুরী রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।