নোয়াখালীকে হারিয়ে ফাইনালে কুমিল্লা
ডেস্ক রিপোর্টঃ ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সেমি ফাইনালের দ্বিতীয় খেলায় কুমিল্লা জেলা দল নোয়াখালী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করেছে। খেলা শুরুর ১৯ মিনিটে ৬ নং জার্সি পরিহিত কুমিল্লা জেলা দলের খেলোয়াড় সোহেল রানা একমাত্র গোল করেন। জয় পেয়ে কুমিল্লা জেলা দল ফাইনালে উন্নিত হয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন কুমিল্লা জেলা দলের খেলোয়াড় সোহেল রানা।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি থেকে ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবদুল ওয়াদুদ পিন্টু, সদস্য মুক্তিযোদ্ধা রেজাউল করিম বাহাদুর, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল হাশেম, নুরুল আফসার কবির শাহজাদা, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, আশ্রাফুল আনোয়ার শিমুল প্রমুখ। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার ক্রীড়ামোদী বিপুল সংখ্যাক দর্শক খেলা উপভোগ করেন।
এ টূর্ণামেন্টে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দল ছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করে। আগামী ২৪ মার্চ রোববার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে ফাইনালে স্বাগতিক ফেনী জেলা দলের মুখোমুখি হবে কুমিল্লা জেলা দল।