বঙ্গবন্ধুর জন্মদিন পালনে কুমিল্লা জেলা পুলিশের ৯৯ পাউন্ড কেক
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ৯৯ পাউন্ডের বিশাল একটি কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জেলা পুলিশ। রবিবার ১৭ মার্চ বিকেলে কুমিল্লা পলিশ লাইন্সে আনন্দঘন পরিবেশে বিশাল এ কেকটি কাটেন অতিথিরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে উপস্থিত বক্তৃতা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে জেলা পুলিশ। বিকেলে আলোচনা সভার পূর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
জাতির জনকের জন্মদিন উপলক্ষে রবিবার কুমিল্লা পলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী।
সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় অন্যান্য অতিথি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমিল্লায় বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি :
এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর জীবন করো রঙ্গিন’ স্লোগানে দিবসটি পালন উপলক্ষে কুমিল্লায় আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- শিশু জমায়েত, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত্র প্রদর্শনী, শিশুর স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন, দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব শেষে বাদ মাগরিব কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যের ভিত্তিতে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ড. মুজিবুর রহমান শিক্ষাবিদ প্রফেসর আমির আলী চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
এর আগে সকালে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সদর আসনের এমপি হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার। এ সময় ১৫ আগস্ট নিহত জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল হাই বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা কারী মোহাম্মদ ইব্রাহিম।