কুমিল্লায় আজুবা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ৩য় ক্লাসিক শো-রুমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় আজুবা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ৩য় ক্লাসিক শো-রুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের লাকসাম রোডের শাকতলায় শো-রুমটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু। এসময় আজুবা ইলেক্ট্রনিক্স লিঃ এর সিইও মোঃ সাহেদুল আলম খান, এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ সেলিম খানসহ কুমিল্লা নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সময়ের সাথে আজুবা, এ স্লোগানে আজুবা ইলেক্ট্রনিক্স লিঃ গুনগত মান, বিক্রোত্তর সেবা এবং ক্রয় ক্ষমতার মধ্যে দেশব্যাপী পন্য বিক্রয় করছে। ব্যবসায়িক সমৃদ্ধি ও ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন প্রকার ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী আজুবা শো-রুম গুলোতে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য দেশব্যাপী আজুবা ইলেক্ট্রনিক্সের ১২ টি ক্লাসিক শো-রুম উদ্বোধন করা হবে।