নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে:স্থানীয় সরকার মন্ত্রী
মনোহরগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা দিবসে সকলকে আহবান জানানো আমাদের প্রিয়নেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এবং নতুন প্রজন্মকে সবসময় ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিবেন।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, স্বাধীনতা আমাদের অহংকার, স্বাধীনতা আমাদের চেতনা। স্বাধীনতা বিরোধী যারা তাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবেন। তাদের বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না।
দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুজকাওয়াজ, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. আবু তাহের, এড. তানজিনা আক্তার, লাকসাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কুমিল্লা জেলার প্রধান প্রকৌশলী মোঃ সোহরাব আলী, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইসমাঈল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এনায়েত উল্লাহ এফসিএ,লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম থানার ওসি মনোজ কুমার দে, লাকসাম উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম রতন, আবদুল আলিম দিদার, মোশারফ হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, এড. তানজিনা আক্তার, লাকসাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা চেয়ারম্যান মো: জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পাঠান মো: সাইদুজ্জামান, মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, যুদ্ধকালীন সাবসেক্টর কমান্ডার এডভোকেট আবুল বাশার, উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাষ্টার সোলাইমান, সেলিম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান রাজু, তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আবদুল মতিন বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দীন, যুগ্ন আহবায়ক সফিকুর রহমান, আবুল বাশার, জিয়াউর রহমান শাহিন জিয়া, মাসুদ আলম, জানে আলম, আমির হোসেন, এমএইচ নোমান, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: সেলিম কাদের চৌধুরী, যুগ্ন আহবায়ক রুহুল আমিন, বেল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো: আলী আক্কাস, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যাপশন: লাকসাম ও মনোহরগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।