কুমিল্লায় পুলিশের ভূয়া এসআই আটক
মো.জাকির হোসেনঃ কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় মঙ্গলবার রাতে হাইওয়ে পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বাস থেকে ইমরান পাটোয়ারী (২৩) নামের এক ভূয়া পুলিশ সাব-ইন্সপেক্টরকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি,লেজার লাইট ও পুলিশের আইডি কার্ড উদ্ধার করেছে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় উল্টোপথে গাড়ি চালানোর সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলমগীর,এসআই মনির ও এএসআই মোক্তারের নেতৃত্বে একটি দল একুশে পরিবহনের বাসটি থামার সংকেত দেয়। এসময় ইমরান নিজেকে পুলিশের এসআই দাবী করে। পরে পুলিশ চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছ থেকে একটি ওয়াকিটকি, লেজার লাইট ও ভূয়া আইডি কার্ড উদ্ধার করে। । তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চিঙ্গুয়া গ্রামের মিজান পাটোয়ারীর ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ইমরান পাটোয়ারীকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।