কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ সরকারিকরণে বর্ণাঢ্য র্যালি (ভিডিও)
ডেইলিকুমিল্লানিউজ ডেস্কঃ কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ সরকারিকরণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার বেলা ১১টার দিকে ঢোল-তবলা বাজিয়ে ও আতশবাজি ফুটিয়ে আনন্দ-উল্লাসসহ বর্ণাঢ্য র্যালি বের করে। নগরীর শাকতলাস্থ ওই কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষের নেতৃত্বে র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। এতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এসময় আনন্দ-উৎসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক, শিক্ষক কাজী মো. ফারুক, আবু নাঈম আল-মামুন, মো. সোহেল কবির, মো. মনির হোসেন, শিক্ষার্থী ইশরাত জাহান সূচি, আল-মামুন প্রমুখ। প্রসঙ্গত: ২০০৮ সালে শিক্ষামন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অর্থায়নে পরিচালিত কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এসএসসি ও এইচএসসিতে শতভাগ পাসের মাধ্যমে কুমিল্লা বোর্ডে অন্যতম সেরা তালিকায় স্থান করে নেয় কলেজটি। এতে প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নগরের বিশিষ্টজনেরা দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৯ শতাধিক শিক্ষার্থী রয়েছে।