তিতাস থানার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি
মোঃ জুয়েল রানাঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ এর ৩১ মার্চ ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার নির্বাচন। তার একদিন আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক আদেশে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলামকে।
শনিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নুর নাহার ইসলাম (ব.ব্য-২) স্বাক্ষরিত স্মারক নং- ১৭.০০.০০০০.০১৬.১৯.০০৬.১৯(২য় খন্ড) ২৪৭ এর সূত্রের আলোকে জানা যায়, ৫ম উপজেলা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে তদন্ত সাপেক্ষে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামকে ৩০ মার্চ বিকাল ৫টা থেকে নির্বাচন পরবর্তী ২রা এপ্রিল বিকাল ২টা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহিত পূর্বক অফিসার ইনচার্জ (তদন্ত) মঞ্জুর কাদের ভূইয়াকে দায়িত্ব প্রদানসহ একজন সহকারী পুলিশ সুপার/অতিরীক্ত পুলিশ সুপারকে তদারকির দায়িত্ব প্রদান করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য কুমিল্লা জেলা পুলিশকে নির্দেশ দেয়া হয়।