বরুড়ায় ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে বাড়িঘর লন্ডভন্ড; অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মারুফ আহমেদঃ কুমিল্লা বরুড়া উপজেলা আটেহরা গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে বাড়িঘর , গাছপালা, ফসলি জমি, বৈদ্যুতিক খুটি লন্ডভন্ড হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। মঙ্গলবার বিকালে আকস্মিক এ ঘটনায় ক্ষতগ্রস্থ পরিবার গুলোর এখন ঠিকানা হয়েছে খোলা আকাশের নিছে।
সরেজমিন ঘুরে জানা যায়, মঙ্গলবার বিকালে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়ে প্রলয়ংকারী রুপ ধারণ করে, কোন কিছু বুঝে উঠার আগেই ১৫/২০ মিনিটের মধ্যই আটেহরা গ্রামের অর্ধশতাধিক পাকা,আধাঁ পাকা বাড়িঘর, গাছ-পালা, ফসলী জমি লন্ডভন্ড করে দেয়। এসময় গাছ উপড়ে পরে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এখন খোলা আকাশের নিছে মানবেতর জীবন যাপন করতে দেখা যায়। এ রির্পোট লেখা পর্যন্ত সরকারি-বেসরকারি ভাবে কোন ত্রান সামগ্রী পৌছাঁয়নি।
আটেহরা গ্রামের আব্দুল হান্নান জানায়, এমন ধংসাত্বক ঝড়বৃষ্টি পূর্বের ইতিহাসে আর দেখিনি, আমাদের গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এখন কোথায় যাবে? সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে সহযোগিতা আশা করছি।
আটেহরা গ্রামের ক্ষতিগ্রস্থদের তালিকায় আলী আশ্রাফ, আব্দুল মতিন, ফরিদ মিয়া, হাজী অহেদ আলী, শরাফত আলী, আবু জাফর, আব্দুল মমিন, আব্দুল খালেক, ওহাব মিয়াসহ অর্ধশত পরিবারের প্রায় ৫০/৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।