কুমিল্লায় শিল্পপণ্য ও বৈশাখী আনন্দ মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় শিল্পপণ্য ও বৈশাখী আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। নগরীর স্টেশন ক্লাব মাঠে সোমবার বিকালে মাসব্যাপী এ মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, মেলার পরিচালক মো: বিল্লাল হোসেন। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মেলার আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী মেলার উদ্বোধন শেষে মেলায় অংশ গ্রহনকারী প্রায় ৫০টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। উল্লেখ্য যে, মেলায় দেশীয় পন্য নিয়ে অর্ধশতাধীক স্টল রয়েছে। শিশুদের খেলাধুলার বেশ কয়েকটি রাইড্স, ৪টি প্যাভেলিয়ন, বিভিন্ন প্রকারের খাবার দোকান, জুয়েলারী, মনোহরী, মৃতশিল্প, কুটির শিল্প, ফুলের দোকান, কসমেটিক, ব্লক-বাটিকসহ বিভিন্ন রকমের স্টল স্থাপন করা হয়েছে।