বুড়িচংয়ে রৌশন ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচশতাধিক রোগীর মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার রৌশন ফাউন্ডেশনের উদ্যোগে মোকাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচশতাধিক গরীব অসহায় দুঃস্থ রোগীদের মাঝে আবিদপুর গাউছুলম আযম (রাঃ) আলিয়া মাদ্রাসায় দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। কুমিল্লস্থ মীম হসপিটাল ও গোমতী হাসপাতালের আয়োজনে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উক্ত মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্থাফিজুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস এবং অনুষ্ঠান পরিচালনা করেন রৌশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লাস্থ আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়াক অ্যাডঃ মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি, ডিএলএম গ্রুফের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ, বুড়িচং উপজেলা মেডিকেল অফিসার, কুমিল্লাস্থ গোমতী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মজিবুর রহমান, কুমিল্লাস্থ মীম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খায়েরুননেছা মুক্তা, বিশিষ্ট সমাজসেবক, কুমিল্লাস্থ হক টাওয়ারের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন খন্দকার, ডাঃ নাজমুল হোসাইন সাঈদ, ড্রাগ এ্যাডমিনিস্ট্রিশন কুমিল্লা মোঃ হারুন-অর-রশিদ, লায়ন ইউনানী ল্যাবরোটরিজ হিমালয় এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াদুল ইসলাম, জাহান ল্যাবরোটরিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক।
আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামালউদ্দিন, ইউপি আ”লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবদুর রউফ, মনির হোসেন, মীম হাসপাতালের পরিচালক মোঃ মহিউদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।