হিজড়া জনগোষ্ঠীকে পুর্ণবাসনে পদক্ষেপ নেয়া হবে : কুমিল্লা জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেছেন, কুমিল্লা হিজড়া জনগোষ্ঠীকে পুর্ণবাসনে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি গতকাল মঙ্গলবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট ( ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের উদ্যোগে ” হিজড়া জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি এডভোকেট সৈয়দ নুরুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আবু জাহিদ সিদ্দিক।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, ব্লাস্টের এডভোকেসি এন্ড ক্যাপাসিটি উপদেষ্টা এডভোকেট তাজুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেশ কুমার সাহা, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক এ এস এম যোবায়ের, দৃষ্টির নির্বাহী পরিচালক পাপড়ি বসু, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক বদারুল হুদা জেনু, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী, সাংবাদিক অশোক বড়ুয়া, কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই খালেকুজ্জামান, হিজড়া জনগোষ্ঠীর শোভা সরকার, আবিদ হোসেন জুয়েল, জহির হিজড়া, শাবানা হিজড়া, শিল্পা ও অগ্নিবীনার সভাপতি আবুল কাশেম প্রমূখ।