কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
মহিউদ্দিন আকাশঃ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে জাতীয় নেতাদের স্মরণ করে আজ (১৭ এপ্রিল) সকাল ১০ টায় কলেজের ডিগ্রি শাখায় অবস্থিত “হৃদয়ে বঙ্গবন্ধু” ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর হাবিব আহসান উল্লাহ, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
মুজিবনগর দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মোকাদ্দেসুর রহমান।
প্রবন্ধের উপরে আলোচনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মেহেদী হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ এবং কলেজ ছাত্রলীগের সদস্য আব্দুর রহমান বাবু ৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক বদরুন নাহার।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, ঐতিহাসিক মুজিব নগর দিবস মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এইদিনে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকারের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের মাতৃভূমি স্বাধীন হয়।
রাষ্ট্রীয়ভাবে মুজিব নগর দিবস পালনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র নাট্যশিল্পীরা।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওয়ায়েছ আল কারণী মুন্সি।