কুমিল্লা লাকসামে পরিবেশ দূষণ

নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ৩নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের লাকসাম-মুদাফরগন্জ রাস্তার উত্তর পাশের মুরগি ফার্ম এর বিষ্ঠা খালে ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় তিন বছর আগে কান্দিরপাড় গ্রামের মৃত শামছু তবরিজের ছেলে গোলাম রহমান রুপন তার মুরগি ফার্ম এর বিষ্টা ও ময়লা পাইব দিয়ে প্রায় ৩০০ গজ দূরে লাকসাম-মুদাফরগন্জ খালে ফেলছে। মুরগির বিষ্ঠা খালে প্রতিনিয়ত নিক্ষেপ করার ফলে খালের পানি দূষিত হয়ে পানির রং কালো হয়েছে।। খালের মাছ মারা যাচ্ছে। আশে পাশে বসবাসরত জনগনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। স্থানীয় দোকানগুলোতে ক্রেতা শূণ্য দেখা যায়। রুপন প্রভাবশালী হওয়ায় সে কারো কথা শুনেন না। এব্যাপারে কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক মোবাইল ফোনে বলেন, “খালেত পানি নেই, দূষণ হবে কি ভাবে”। পরিবেশ অধিদপ্তর জনস্বার্থে বিষয়টি তদন্ত করে দেখবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।

আরো পড়ুন