ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান গণের বরণ ও পুরাতনদের বিদায়
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ করা হয় এবং পুরাতন চেয়ারম্যান গণকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল ৬ মে সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে নবগঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসঃ তাহমিনা হক পপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নোমান সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। বক্তব্য রাখেন, জেলা আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাফী, সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ সুলতান আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মুহাম্মদ মামুন খান, কৃষি অফিসার মোঃ মতিউল আলম, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মুহাম্মদ ইসমাইল হোসেন, মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, ডিজিএম মোঃ ইউনুস, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা সারয়ার খান, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আাজাদ ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল ইসলাম চৌধুরী, পরিবার পরিকল্পনা অফিসার ফারুক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম, সমাজ সেবা অফিসার নাসির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসুর রহমান, শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, জেলা মৎস্য জীবি লীগের সভাপতি শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মনির হোসেন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক বিআরডিবি চেয়ারম্যান শাহিন খান মেম্বার, সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম, জেলা সহ সভাপতি নাজমুল হাসান শরিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আলী হোসেন, আহবায়ক জাহিদুল হাসান পলাশ, যুগ্ম অহবায়ক আনোয়ার হোসেন মিশন, মেহেদি হাসান শরিফ, আলমগীর হোসেন প্রমুখ।