এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের শারীরিক সুস্থতায় কমনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা লাকসাম উপজেলার রামারবাগ গ্রামের জামে মসজিদে বাদ আছর মন্ত্রীর শারীরিক সুস্থতায় দোয়া কামনা করে মুসল্লিরা।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও লাকসাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রনেতা রাসেল আহম্মেদ রাশেদ। উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি মেম্বার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা কানু মিয়া, রুহুম আমিন, ছেলামত উল্যাহ, আক্তারুজ্জ্বামান, উত্তরদা ইউনিয়ন যুবলীগনেতা জসিম উদ্দিন, আবুল বাশার, নাজির আলী, লাকসাম উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ হোসেন, আব্দুল, সালমান, রফিক, কাশেম, রনি, রায়হান, হুমায়ুন প্রমুখ।