কুমিল্লার ইফতার বাজার জমজমাট

ডেস্ক রিপোর্টঃ প্রতিবারের মতো এবারো রমজানের প্রথম দিনে কুমিল্লার ইফতার বাজারগুলোতে বেচা-কেনা জমজমাট হয়ে ওঠেছে। গতকাল অধিকাংশ ইফতার দোকানের ইফতার সামগ্রী শেষ হয়ে যায়। প্রতিটি দোকানে ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। বেশ কিছু দোকানে ইফতার দাম চড়া থাকলেও অনেক দোকানেই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে ইফতার সামগ্রী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর নিউমার্কেট, আমানিয়া হোটেল, মিনার্ভা হোটেল, সিটি রেস্তোরা, কিংফিশার, হোটেল ডায়না, ইয়াম ইয়াম রেস্তোরা, বাংলা রেস্তোরা, ক্যান্টনমেন্টের কফি হাউজ, জিহান রেস্তোরা সহ বেশকিছু ইফতার দোকানে বেচা-কেনা ছিল জমজমাট।

ক্রেতা সাইফুল ইসলাম জানান, প্রতি বছর প্রথম রোজায় তিনি ইফতার কিনতে আসেন। এবারও এসেছেন। তবে এবারের ইফতারির দাম একটু বেশি বলে মনে করছেন তিনি।

ক্রেতা সালাউদ্দিন সুমন বলেন, আমানিয়া হোটেলে ইফতার মানসম্মত ও কম দামে পাওয়া যায়। পরিবারের সবাইকে নিয়ে এক সাথে ইফতার করবো। তাই রমজানের প্রথম দিনে ইফতার বাহির থেকে ক্রয় করলাম।

ক্রেতা সুফিয়া বেগম বলেন, পোড়াবাড়ি মিষ্টি, দই এবং জিলাপি অনেক স্বাদের। তাই ইফতারের সাথে মিষ্টি আইটেম ভালো লাগে।

হোটেল আমানিয়ায় যে সকল ইফতারি পাওয়া যাচ্ছে ছোলা, বেগুনি, পিয়াজু, ডিম চপ, সামি কাবাব, জিলাপি, লাচ্ছি, হালিম, কাচ্চি বিরিয়ানি।

ইয়াম ইয়াম রেস্টুরেন্ট পিয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, সবজি পাকোড়া, ছোলা, চিকেন ফ্রাই, চিকেন তন্দুরী, চিকেন রোল, ভেজিটেবল রোল সহ বিভিন্ন আইটেমের ইফতারি পাওয়া যায়।

আরো পড়ুন