সাহেবাবাদ ইউপির ইফতার মাহফিলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের
আশিকুর রহমানঃ ২৭ মে সোমবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও ইফতার মাহফিলে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের প্রধান অতিথির বক্তব্যে বলেন, পঁচা মাংস বিক্রয় করে ক্রেতাদের ঠকানো বরদাস্ত করা হবে না। ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত যে সকল মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে, তাদের পক্ষে কেউ যদি সুপারিস করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন মাদকের ভয়াল থাবায় আজ যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজ ও আপনার আমার সন্তানকে রক্ষা করতে প্রশাসনের পাশাপশি সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই মাদক নামের ক্যান্সার রোগ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্ত হবে।
সভায় সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, ব্রাহ্মণপাড়া সদস ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মনির হোসেন চৌধুরী ও ইউপি সদস্য আলাউদ্দিন। উপস্থিত ছিলেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, জেলা মাৎস্য জীবিলীগের সভাপতি শাহ আলম ঠিকাদার, আ’লীগ নেতা গাজী খোরশেদ আলম ঠিকাদার বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহিন খান মেম্বোর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম, শশীদল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, যুবলীগ নেতা নবীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, সাবেক আহবায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম আশ্রাফ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, মোশারফ হোসেন লিটন প্রমুখ।