উচ্চতর তদন্ত প্রশিক্ষণ কোর্সে প্রথম হলেন কুমিল্লা ডিবির সহিদ
ডেস্ক রিপোর্টঃ ডিটেকটিভ ট্রেনিং স্কুল এবং ফরেনসিক ট্রেনিং ইন্সিটিটিউট, সিআইডি, ঢাকায় অনুষ্ঠিত গত-১৩ এপ্রিল তারিখ থেকে ৬ সপ্তাহ মেয়াদী উচ্চতর তদন্ত প্রশিক্ষণ কোর্সের ৩৩০ তম ব্যাচের প্রশিক্ষণে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম এবং ২য় স্থান অর্জন করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই তপন কুমার বাকচী।
ট্রেনিং শেষে গতকাল ২৯ মে মোঃ মনজুর কাদের খাঁন পিপিএম, ডিআইজি, সিআইডি, ঢাকা, মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডিআইজি, এফটিআই, সিআইডি, ঢাকা ও শাহ্ মাহমুদ, এসএস এফটিআই, সিআইডি, ঢাকাগণ আনুষ্ঠানিকভাবে উচ্চতর তদন্ত প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী ডিবির এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম ও ২য় স্থান অর্জনকারী এসআই তপন কুমার বাকচীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।