নাঙ্গলকোটে সড়ক ভেঙ্গে পড়ল মৎস্য প্রজেক্টে
মো: ওমর ফারুকঃ কুমিল্লা নাঙ্গলকোট খিলা সড়কের দৌলতপুর নামকস্থানে এলজিআরডি সড়ক ভেঙ্গে পড়ল বিসমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন খামারে। অপরিকল্পিত ভাবে গড়ে উঠে এই মৎস্য প্রজেক্টে এর মধ্যে রাস্তাটির দক্ষিন অংশ ভেঙ্গে পড়েছে।গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তাটির দক্ষিণ অংশ ভেঙ্গে পড়েছে মৎস্য প্রজেক্টের ভিতরে। প্রতিদিন এই সড়ক দিয়ে ভাড়ায় চালিত গাড়ী চলাচল করে। সাধারন যাত্রীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন।
এলজিআরডি সড়কের বেহাল অবস্থা দেখে সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যে কনো সময় পুরো রাস্তা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। অভিযুক্ত বিসমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন খামারের পরিচালক মো,বাবুল মিয়া বলেন,রাস্তাটি ভেঙ্গে গেছে গাছের কারনে, তা আমি মেরামত করে দিব।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৗশলী আশরাফুল হক জানান,নাঙ্গলকোট থেকে খিলা পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক তিন ধাপে মেরামতের খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা, দুই বছর আগে উপজেলা থেকে দৌলতপুর হয়ে দায়েমছাতি পর্যন্ত সড়ক মেরামত করা হয়।গত এক মাস আগে মৎস্য প্রজেক্টের কারণে রাস্তাটি ভেঙ্গে পড়ে। বারবার মৎস্য প্রজেক্টের মালিকদেরকে তাগাদা দেয়ার পরও মেরামত করেনি, যদি এখন সড়ক মেরামত না করা হলে যে কোন সময় পুরো সড়ক ভেঙ্গে যাবে, এসব সমস্যা নিয়ে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করা হয়েছে।