দাউদকান্দিতে ৪৮ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লিটন সরকার বাদলঃ দাউদকান্দি উপজেলার পূর্ব ষোলপাড়া গ্রামের মোবারক মিয়ার মোদি দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোস্তফা কামালকে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে মডেল থানার পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের বৃত্তিতে পূর্ব ষোলপাড়া গ্রামের মোবারক মিয়ার মুদি দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল(৩০) কে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেসহ গ্রেফতার করে।
গ্রেফতার কৃত মোস্তফা কামাল, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পূর্ব ষোলপাড়া গ্রামের শাহজাহান মেম্বারের পুত্র। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মধ্যে শস্তি ফিরে এসেছে। এব্যপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামী কে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।