কুমিল্লায় অবৈধ সংযোগ দেয়ার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানের নামে মামলা দায়ের
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় অসাধুপন্থা অবলম্বন করে গ্যাস সংযোগ প্রদানের কারণে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ দু’জনের নামে মামলা দায়ের করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ। সোমবার বিকেলে কোম্পানীর সেফটি এন্ড সিকিউরিটিজ বিভাগের ডিজিএম বাদী হয়ে বুড়িচং থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই ইউনিয়নের সবকটি গ্রামে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে। অবৈধ এ সংযোগের খবরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ কর্তৃপক্ষ বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিট্রাটের সহযোগীতায় এক মাস পূর্বে উপজেলার কামারখাড়া ব্রিজ এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করে। সংযোগে বিচ্ছিন্নের এক সপ্তাহ পর রাতে আধারে বিল্লাল হোসেনের নেতৃত্বে আবারো অবৈধ সংযোগ দেয়া হয়। খবর পেয়ে পুনরায় আবার ওই সংযোগ কর্তন করা হয়।
সম্প্রতি সময়ে বিল্লাল হোসেন অবৈধ ভাবে পুনরায় ওই এলাকায় ৩ হাজার অবৈধ সংযোগ প্রদান করেছে। এতে করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর বিপুল পরিমান গ্যাস ক্ষতি সাধিত হচ্ছে। এ সকল বিষয়ে কোম্পানীর সেফটি এন্ড সিকিউরিটিজ বিভাগের ডিজিএম মোঃ হেলাল উদ্দিন সিকদার বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ও তাঁর সহযোগী সোলাইমানের নাম উল্লেখ করে সোমবার বিকেলে বুড়িচং থানায় এ মামলা দায়ের করেন।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার বিকেলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ কর্তৃপক্ষ বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।