কুমিল্লা সহ চার জেলা প্রশাসককে দুদকের চিঠি
ডেস্ক রিপোর্টঃ শিক্ষা প্রতিষ্ঠান, পাসপোর্ট অফিস, বিআরটিএ ও ভূমি অফিসের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে চার জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ জুন) প্রধান কার্যালয় থেকে দুদক এনফোর্সমেন্ট ইউনিট এই চিঠি পাঠায় বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। জেলাগুলো হলো-কুমিল্লা, মাগুরা, মানিকগঞ্জ ও পিরোজপুর।
তিনি আরও জানান, এছাড়াও আজ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে দুদক। এরমধ্যে পুরান ঢাকার বংশালের শহীদ বুদ্ধিজীবী খালেক সর্দার পার্কের অব্যবস্থাপনা ও অনিয়মের খতিয়ে দেখা, দিনাজপুর জেলার বিরল উপজেলার কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে অভিযান এবং যশোর জেলা কারাগারেও অনিয়ম, দুর্নীতির অভিযোগে অভিযান চালানো হয়।