মুরাদনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মরনে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বালক বিভাগে টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাজিয়াতল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগে নোয়াগাও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মুনসুর, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ নাহিদ। । উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, মাহবুবুল ইসলাম মাসুম ও হেলাল উদ্দিন খেলা পরিচালনা করেন।