গল্লাই আবেদা নুর ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মহিউদ্দিন আকাশঃ চান্দিনা উপজেলায় ফলাফলের ক্ষেত্রে প্রতি বছরই উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সু নাম অর্জন করে আসছে গল্লাই আবেদা নুর ফাজিল মাদ্রাসা।
শতভাগ পাশ ও ভাল ফলাফলে এ মাদ্রাসার সু নাম খ্যাতি রয়েছে, আজ পহেলা জুলাই আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে সবক অনুষ্ঠান (ওরিয়েন্টেশন ক্লাশ) সম্পন্ন করেছে গল্লাই আবেদা নুর ফাজিল মাদ্রাসা। অধ্যক্ষ মাও জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও, হারুন আল মাদানী।
প্রধান অতিথি শিক্ষার্থীদের দেশ প্রেম ও নৈতিকতাকে লালন করে কুরআন হাদিসের আলোকে নিজেকে তৈরী করে দেশ ও জাতির খেদমতে নিজেকে আত্ননিয়োগের উপযোগী হিসেবে গড়ে তোলার আহবান জানান। পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ সহ শিক্ষামুলক বক্তব্য দেন। সবক শেষে শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।