অপরাধী যতবড় শক্তিশালী’ই হোক না কেন ছাড় দেয়া হবে না-ওসি মামুন

মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ এর উদ্যোগে ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সচিব, সকল ওয়ার্ডের মেম্বার ও গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রমিদ পিপিএম। তিনি বলেন, সদর দক্ষিণ মডেল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। অপরাধীরা যতবড় শক্তিশালী’ই হোক না কেন তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের সকল বখাটে,মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের তালিকাভুক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন,পুলিশের পক্ষে একা আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। চৌয়ারা ইউনিয়নের কোন এলাকায় চোর,ডাকাত,ছিনতাইকারি,মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের স্থান নেই। সকল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের টহল আরো জোরদার করবে বলে জনপ্রতিনিধিদের আশ^স্ত করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চৌয়ারা ইউপি চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, ইউপি সচিব মো: মতিউর রহমান,ইউপি সদস্য আবু ইসহাক,মো: ইসমাইল হোসেন,মো: শাহাদাত হোসেন, আবদুর রব,শাহ আলম,রফিক,ফজলুর রহমান বাদলসহ বিভিন্ন এলাকায় কর্মরত গ্রামপুলিশগণ।

আরো পড়ুন